পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের প্রতিটি ব্লকের বুথস্তরে পালিত হলো তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকেই প্রতিবছরই ১লা জানুয়ারি দিনটি প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের সমস্ত ব্লকে এবং মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং ঘাটাল সাংগঠনিক জেলা কার্যালয়ের পাশাপাশি কেশপুর, সবং, ডেবরা ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।
এদিন সবং ব্লকে পতাকা উত্তোলন করেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিকাশ রঞ্জন ভুঁইঞা, ব্লক সভাপতি আবু কালাম বক্স, ডেবরা ব্লকের দলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে বিধায়ক হুমায়ুন কবির এবং বিধায়ক অজিত মাইতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দলের প্রতিষ্ঠা দিবস। পাশাপাশি ব্লক সভাপতি প্রদীপ করের নেতৃত্বে দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে নুতন বছরকে স্বাগত জানিয়ে দুপুরের আহার গ্ৰহণ করেন ব্লক সভাপতি প্রদীপ কর।
দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাধামোহনপুর ১১/২ অঞ্চলের অন্তগর্ত তুড়িয়া দক্ষিণ পাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত নক আউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাথে এলাকার দুঃস্থ অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
অন্যদিকে ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ে। এই রক্তদান কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি সৌরভ চক্রবর্তি সহ অন্যান্য যুব নেতৃবৃন্দ।
পাশাপাশি পিংলা বিধানসভার মাদপুর দলীয় অফিসে দলের পতাকা উত্তোলন করে এবং আরও অনেকগুলি এলাকায় পতাকা তুলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করেন অজিত মাইতি।