পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: আজ বিকেলে মেদিনীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কেরানীতলা চকে পালিত হলো তৃণমূলের ২৮তম প্রতিষ্ঠা দিবস। মেদিনীপুর শহর তৃণমূল ও মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের যৌথ সহযোগীতায় এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব এবং ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায় অনুষ্ঠানে নেতৃত্ব দেন।
উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, শহর মহিলা সভানেত্রী তথা কাউন্সিলর মৌ রায়, কাউন্সিলর লিপি বিশুই, গোলক বিহারী মাঝি, ইন্দ্রজিৎ পানিগ্রাহি, সত্য রঞ্জন পড়িয়া সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
আজকের এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেদিনীপুর শহরের ২৫টি ওয়ার্ডের প্রায় হাজার দুয়েক গরিব দুঃস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়।