পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: ওই “আই লাভ ইউ” আর চলবে না, দশ বছর আগে হলে খেত লোক। মমতা ব্যানার্জি যেমন গল্প ফাঁদে। এবার ১লক্ষ ভোটে হারবে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু”র সমর্থনে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
উপস্থিত ছিলেন একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব, পাশাপাশি সন্দেশখালির বিষয় নিয়ে ভাইপোকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভাইপো খুঁড়ে ঘা বানিয়েছেন, এবার বোঝো ঠেলা, তবে এদিন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।