Sukanta Majumdar, BJP, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী! পাশে থাকার আশ্বাস সুকান্ত মজুমদারের, প্রয়োজনে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিজেপি নেতার

আমাদের ভারত, ১৪ মে: ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই দলের কর্মীর উপর আক্রমণ নেমে এসেছে। কিন্তু এই পরিস্থিতিতে দলের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতির বার্তা, “আমি সব সময়, দলের কর্মীদের পাশে আছি। এই পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজন পড়লে থানা ঘেরাও করব। ”

গঙ্গারামপুর বিজেপির রাজ্য সভাপতির জেলা তথা কেন্দ্রর অন্তর্গত। সেখানে ভোট হয়েছে দ্বিতীয় দফাতেই। ফলে কেন্দ্রীয় বাহিনী আর সেখানে নেই। কিন্তু কেন্দ্রীয় বাহিনী সরতেই শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। ২১- এর নির্বাচনের পরেও দলের বহু কর্মী আক্রান্ত হয়েছিলেন। ফলে এবার ভোটের পরে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী ভোটের পরেও এলাকায় রাখার কথা বলেছিল বঙ্গ বিজেপি। কিন্তু দ্বিতীয় দফায় ভোটের পর দক্ষিণ দিনাজপুর জেলায় আর কেন্দ্রীয় বাহিনী নেই। কিন্তু সেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে।

এবিষয়ে সুকান্ত মজুমদার বলেন, এই ঘটনায় আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক্ষেত্রে কমিশনের তরফে পদক্ষেপ করা দরকার।” ভোট হয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় বাহিনী এলাকায় মোতায়েন করা প্রয়োজন বলেও তিনি জানান। একই সঙ্গে দলের কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা যেকোনো পরিস্থিতিতে তিনি নিজে কর্মীদের পাশে থাকবেন। প্রয়োজনে তিনি নিজে থানা ঘেরাও করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের পর হিংসার পরম্পরা রাজ্যে এবারেও বজায় রয়েছে। উত্তরবঙ্গে ভোট হতেই শুরু হয়ে গেছে ভোট পরবর্তী হিংসা। জানাগেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত শুকদেবপুর অঞ্চলের হোসেনপুর বুথের এক বিজেপি কর্মীর স্ত্রীকে সোমবার তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে। পরের দিন আবার বাড়ি থেকে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। ওই বিজেপি কর্মীর অভিযোগ, বিজেপি করায় তার পরিবারের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। আহত স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। হুমকির ঘটনায় নাবালিকা মেয়ে আতঙ্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *