পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: মেদিনীপুর লোকসভা কেন্দ্র জিততে মরিয়া তৃণমূল। এখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে জুন মালিয়াকে। প্রথমে বেলদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এরপর দাঁতনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফের দাঁতন ২ ব্লকের খন্ডরুইতে সভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন রাজনৈতিক নানা বক্তব্যের পাশাপাশি নেংটি ইঁদুর এবং বাঘের গল্প শোনালেন কর্মী সমর্থকদের। ভোট প্রচারে অভিনব ভাবনা তৃণমূলের। শুধু তাই নয়, ভোটের তিন মাসের মধ্যে দাঁতন ২ ব্লকে প্রায় ৫০ কিলোমিটার গ্রামীণ রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতির দেন তিনি।
মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের খণ্ডরুই গ্রামে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মালিয়ার সমর্থনে এদিন সভা করেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে তিনি জুন মালিয়াকে জেতানোর আবেদন জানান। শুধু তাই নয়, এদিন মঞ্চে দাঁড়িয়ে দাঁতন ২ ব্লকের প্রান্তিক এলাকায় রাস্তাঘাট সারাই ও মেরামতের আশ্বাস দেন। এছাড়াও ফলাফল ঘোষণার পর তিনি ফের সভা করার কথাও বলেন। বেশ কয়েক হাজার কর্মী সমর্থকদের জমায়েত হয়েছিল এদিন। নানান সরকারি প্রকল্পে ব্যয়ের পরিমাণের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
এদিন বক্তব্য শেষের আগে, কর্মী সমর্থকের উদ্দেশ্যে গল্প বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুনঃ মুশিক ভব- এর গল্প শোনান অভিষেক। তিনি তাঁর গল্পে সাধারণ মানুষকে বাঘের সঙ্গে তুলনা করেন।
তবে নির্বাচনে তৃণমূলকে জেতালে দাঁতন ২ ব্লক এ সভা করার পাশাপাশি একাধিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই নির্বাচনে কে জেতে তা সময়ই বলবে।