আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর: সোমবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে এক ঐতিহাসিক রায় ঘোষণা করতে চলেছে বিধাননগরের সাংসদ/বিধায়কদের জন্য গঠিত বিশেষ ফৌজদারী আদালত। এই রায় প্রভাবশালী তৃণমূল নেতা তথা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য ডাঃ নির্মল মাজিকে নিয়ে।
তৃণমূলের বহুদিনের বিধায়ক এবং চিকিৎসকদের প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে কাউন্সিলের পয়সার তছরুপ (ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারা) এবং নথি জালিয়াতির (ভারতীয় দণ্ডবিধির ৪৬৪ ধারা) অভিযোগে ২০১৮-তে মামলা করেন ‘পিপল ফর বেটার ট্রিটমেন্ট’ (পিবিটি)-এর সভাপতি ডাঃ কুনাল সাহা। দীর্ঘদিন মামলা চলার পর সোমবার আদালতের চুড়ান্ত রায় দেওয়ার কথা।
পিজি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি এবং আর জি কর হাসপাতালের ঘটনায় ‘হুমকি সংস্কৃতি’ ইত্যাদি বহু ঘটনায় নানা সময়ে ডাঃ মাজির নাম উঠেছে। কিন্তু আইনি রায় ঘোষিত না হওয়ায় বহাল তবিয়তে চিকিৎসা মহলের নিয়ন্ত্রণে গেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে এবারেও কি তার পুনরাবৃত্তি হবে? বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই রায়ের দিকে।