বাবার শ্রাদ্ধের খরচ বাঁচিয়ে দুর্গতদের পাশে শিক্ষক

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ মে: বাবার শ্রাদ্ধাঅনুষ্ঠানের খরচ থেকে এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষজনদের বাড়ি মেরামতের জন্য আর্থিক সাহায্য ও তাদের খাদ্য সামগ্রী দান করলেন এক শিক্ষক। করোনা বিপর্যয়ের মাঝখানেই আমফান ঘূর্ণিঝড় তছনছ করে  গৃহহীন করেছে জেলার কয়েক হাজার গরিব পরিবারকে। এই পরিস্থিতিতে অন্ন বস্ত্র বাসস্থান হীন মানুষজনদের ঘরসারানোর জন্য কিছু টাকা ও খাদ্য সামগ্রী দান করলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকের নাচিন্দা এলাকার  শিক্ষক মানিক বরণ পাত্র।

জানা যায়, শিক্ষক মানিক বরণ পাত্রের বাবা রামরতন পাত্র ছিলেন নাচিন্দা জীবনকৃষ্ণ হাই স্কুলের শিক্ষক ও প্রকৃতি প্রেমী। গত বছর ৩১শে মে হঠাৎই অসুস্থ হয়ে মারা যান তিনি। আজ ছিল বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান। একমাত্র ছেলে পেশায় তমলুকের রাধাবল্লভপুর হাই স্কুলের শিক্ষক মানিক বরণ পত্র। কোনওরকমে নিয়মমাফিক বাবার বাৎসরিক শ্রাদ্ধের কাজ করে অনুষ্ঠানের টাকা বাঁচিয়ে আমফান ঝড় বিধ্বস্ত ও লকডাউনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন। সাহায্য হিসেবে তুলে দিলেন চাল, ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, বিস্কুট, সাবান মিষ্টি সহ সামান্য আর্থিক সাহায্য। বাড়িতেই ত্রাণের প্যাকেট সকলের হাতে হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *