বিদ্যুৎ কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার ছবি এঁকে তাদের পাশে থাকার বার্তা দিল পঞ্চম শ্রেণির ছাত্রী রিয়া

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ মে: বর্তমান প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ কর্মীদের কাজের ছবি এঁকে তাদের পাশে থাকার বার্তা পঞ্চম শ্রেণির ছাত্রী রিয়া গুছাইতের।

রিয়ার চোখের সামনে আমফান ঝড় চারিদিক এলোমেলো করে দিয়েছে। বিদ্যুৎহীন হয়ে গিয়েছে গ্রাম থেকে শহর। বিদ্যুৎ কর্মীরা দিনরাত এক করে প্রতিনিয়ত বিদ্যুৎ ফেরানোর চেষ্টা করেই চলেছে। এই কথাগুলো শুনত রিয়া তাঁর দাদুর রেডিওর আকাশবাণীর সংবাদ থেকে। নিজের এলাকাতেও বিদ্যুৎ কর্মীদের বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কাজ করতে দেখেছে রিয়া। রিয়া বলেছে, আমার বাড়িতে সাতদিন পর বিদ্যুৎ এসেছে। বিদ্যুৎ দপ্তরের কাকুরা কত কষ্ট করছে আমাদের জন্য। খুঁটি বেয়ে বিদ্যুতিক তার জুড়ছে, ইলেকট্রিক তারের উপড় পড়ে থাকা গাছ কেটে সরাচ্ছে। ছোট্টো মেয়ে রিয়া বলছে, এই দুর্যোগ পরিস্থিতিতে বিদ্যুৎকর্মী কাকুদের পাশে থাকুন, ওদের সহযোগিতা করুন।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বহিচবেড়িয়া হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী রিয়া গুছাইত। পিতা নারায়ণ গুছাইত পেশায় একজন কৃষক, সেই সঙ্গে নিমতৌড়ী পান পোস্তায় কর্মী হিসেবে নিযুক্ত। মা খুকুমণি গুছাইত গৃহবধূ ও বিড়ি শ্রমিক। তাদের একটাই কন্যা সন্তান রিয়া। তাদের স্বপ্ন তাদের মেয়েকে জীবনে প্রতিষ্ঠিত করা। রিয়ার ইচ্ছা বড়ো হয়ে ডাক্তার হবে। অসহায় মানুষদের সেবা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *