স্কুলছুটদের ফেরাতে শিক্ষকের উদ্যোগ 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: দীর্ঘদিন স্কুলে না আসা ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে উদ্যোগ নিয়েছেন মেদিনীপুর সদর ব্লকের তলকুই উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অরিন্দম দাস। ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের বুঝিয়ে-সুঝিয়ে বিদ্যালয়মুখী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। অরিন্দম বাবু জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল কিছু ছাত্র-ছাত্রী  স্কুলে আসছে না। কয়েকজন বিদ্যালয়ে এলেও তা একেবারেই অনিয়মিত। এজন্য তিনি দীর্ঘদিন অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের একটি তালিকা তৈরি করে পার্শ্ববর্তী যমুনাবালি, পাটনা, ভগীরথ, বামুনডাঙা, চণ্ডীপুর  গ্রামগুলিতে যান।

অরিন্দমবাবু জানান, সমাজের একেবারে পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষদের বাড়ির ছেলে মেয়েরাই মূলত এই বিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এর জন্য ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের তেমন কোনও উদ্যোগ দেখা যায় না। এজন্য মাঝে মাঝেই তাঁরা এই উদ্যোগ নিয়ে থাকেন। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সরকারি সাহায্য পেতে আধার কার্ড, ব্যাঙ্কের খাতা খোলার মতো পরিসেবাও স্কুল থেকেই দেওয়া  হয়। বুধবার বেশ কিছু ছাত্র-ছাত্রীর বাড়ি গিয়ে দেখা যায় বাড়িতে সে একাই রয়েছে। বাবা-মা দুই জনেই বাইরে কাজে গিয়েছেন। আবার কয়েকজনের অভিভাবক ঘরে থাকলেও ছেলে বা মেয়েকে বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে বেশ উদাসীন। তাদের বোঝানোর চেষ্টা করা হয় শিশুদের নিয়মিত কেন বিদ্যালয়ে পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *