আমাদের ভারত, কলকাতা, ২১ ফেব্রুয়ারি: সন্দেশখালির জন্য বিশেষ সুরক্ষা আইন অর্থাৎ এএফএসপিএ-র (আর্ড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট) প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি বুধবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “সময় শেষ হয়ে যাচ্ছে। বাঙালি হিন্দুরা আতঙ্কিত ও মরিয়া হয়ে উঠছে। এই রাজ্য ইসলামিক বাংলাদেশের সাথে বৃহত্তর ঘনিষ্ঠতা এবং হিন্দু ভারত থেকে বৃহত্তর দূরত্বের দিকে ছোট পদক্ষেপ নিচ্ছে।” এর পর তিনি হ্যাশট্যাগ এএফএসপিএ লিখে গোটা বার্তা যুক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিজেপি-র এক্স হ্যান্ডলের সঙ্গে; অর্থাৎ, সন্দেশখালির জন্য এএফএসপিএ-র প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করলেন।
প্রসঙ্গত, ২০২২ সালে কেন্দ্রীয় সরকার দীর্ঘ কয়েক দশক পর নাগাল্যাল্ড, অসম ও মণিপুরে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের আওতাধীন এলাকা কমানোর সিদ্ধান্ত নেয়। অসম, ত্রিপুরাতেও কেন্দ্র এই আইন রূপায়িত করলে বিতর্ক ওঠে।