আমাদের ভারত, কলকাতা, ২১ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার হওয়া উচিত নয় শিখদের। বুধবার এই মন্তব্য করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
অমিতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “পশ্চিমবঙ্গে শিখ ‘বিক্ষোভ’-এ যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি হলেন দক্ষিণ কলকাতা জেলার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ-সভাপতি। এমনকি তিনি শিখ ধর্মাবলম্বীদের অনুসরণ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে হিন্দু মহিলাদের ধর্ষণ ও নির্যাতন থেকে মনোযোগ সরানোর জন্য শিখদের আবেগকে আলোড়িত করার চেষ্টা করছেন। শিখদের তাঁর ষড়যন্ত্রের শিকার হওয়া উচিত নয়।”
প্রসঙ্গত,মঙ্গলবার দলের প্রতিনিধিদের নিয়ে সন্দেশখালিতে গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল।
সে সময় পুলিশের বাধা পেয়ে উত্তেজিত বিজেপি নেতারা কিছু মন্তব্য করেন। বিতর্কের মাঝে দায়িত্বপ্রাপ্ত এক জন পুলিশ অফিসার বলেন, “আপনারা একজনকে খলিস্তানি বলছেন! শুধু তিনি পাগড়ি পরেছেন বলে? তিনি পাগড়ি পরে নিজের কর্তব্যপালন করছেন বলে? এই আপনাদের ক্ষমতা! এই আপনাদের হিম্মত!” ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বিজেপির তীব্র সমালোচনা করে শিখ পুলিশকর্তার পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। এর পর শুরু হয় বিতর্ক।