আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: মালদায় একটি কালী মন্দির পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি বিশেষ সম্প্রদায়ের একজনের বিরুদ্ধে। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বুধবার ঘটনাস্থলে যান।
বুধবার বিজেপি, পশ্চিমবঙ্গ ভিডিও-সহ এক্স হ্যান্ডলে লিখেছে, “সন্দেশখালিতে হিন্দু মহিলাদের উপর যৌন নির্যাতনের মত জঘন্য অপরাধের অভিযোগ উঠেছে তৃণমূলের শাহজাহানের বিরুদ্ধে। এদিকে, মালদহের কৃষ্ণনগরে, মহম্মদ আসগর আলীর নেতৃত্বে দুর্বৃত্তরা নির্লজ্জভাবে একটি শতাব্দী প্রাচীন মা কালী মন্দির পুড়িয়ে দিয়েছে। হিন্দুদের উপর এই নির্লজ্জ আক্রমণ এবং তাদের বিশ্বাস তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মমতা ব্যানার্জির ব্যর্থ নেতৃত্বকে প্রকাশ করে। #মমতা নীরব #হিন্দুদের রক্ষা করুন।”
অপর সূত্রে জানানো হয়েছে, ইংলিশবাজার ব্লকের নিয়ামতপুর কৃষ্ণনগর এলাকায় মঙ্গলবার রাত্রিতে তিনজন দুষ্কৃতী এক কালী মন্দিরে আগুন ধরিয়ে দেয়, কালীমন্দির পরিদর্শনে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।