Tathagata, message, mother, danger, মা বোনেদের বিপদের আশঙ্কায় সতর্কতা তথাগতর বার্তায়

আমাদের ভারত, ৯ মার্চ: পশ্চিমবঙ্গের মা বোনেদের বিপদের আশঙ্কায় তাদের সুরক্ষার বার্তা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “মনে করুন আপনি আপনার কলকাতা, শিলিগুড়ি বা খড়্গপুরের বাড়িতে নেই, আছেন সন্দেশখালিতে। আপনার আদরের পনেরো বছরের মেয়েটি টিমটিমে আলোয় মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরী হচ্ছে। আপনার কুড়ি বছরের বিবাহিত সহধর্মিনী রান্না করছেন। দরজায় এসে দাঁড়াল শাজাহানের দূত। শুধু বলল, “আজকে রাত্তির এগারোটায়। দুজনকেই, দাদার ফার্মে”।

আপনি জানেন থানায় গিয়ে কোনো লাভ নেই, বরং ক্ষতি। এর পরের চিত্রনাট্যটা নিজেই ভেবে নিন।”

অপর একটি বার্তায় তিনি লিখেছেন, “এক সেকেন্ড দেখুন, এক ফোঁটা চোখের জল ফেলুন। তাও যদি না পারেন তবে অন্তত ভুলে যাবেন না, ঝেঁটিয়ে খাটের তলায় ঢুকিয়ে দেবেন না। এরা কাউকে মারেনি, ধরেনি, খারাপ কথা পর্যন্ত বলেনি। শুধু ইসলামি রাষ্ট্রে হিন্দু হয়ে জন্মাবার পাপ করেছিল।”

বিজেপি-র টুইট রিটুইট করে তথাগতবাবু। তাতে লেখা, “নোয়াখালি হোক বা সন্দেশখালি। শাসকের অত্যাচারে কষ্ট পেয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিই। অপেক্ষা করুন, মানুষ জবাব দেবে..”।

আরও একটি টুইট রিটুইট করেছেন তথাগতবাবু। তাতে লেখা, “কিন্তু এরাই এই দেশে এসে সেক্যুলার হয়ে গেলেন। এদের বিরোধীদের ভোট ব্যাঙ্ক হয়ে গেলেন। অর্ধেকের বেশি তো আবার সিএএ বিরোধী। যেমন কাশ্মীরের হিন্দুরা পলায়ন করলো সেই পলায়িতদের ৯০% হিন্দু, তাদের পলায়নকে অস্বীকার করে যাঁরা তাড়িয়েছিল তাদের চুমু খায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *