Abhishek, Tmc বিজেপি তৈরি থাকুন, খেলা হবে! জনগর্জন কি, আজ ট্রেলার দেখালাম পিকচার মানুষ দেখাবে: হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ: তৃণমূলের ব্রিগেড সমাবেশ থেকে বিজেপিকে এক যোগে নিশানা দাগলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী গ্যারেন্টি থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া ও ব্রিগেডের ময়দানে তৃণমূলের ক্ষমতা প্রদর্শন একের পর এক সব ইস্যুতেই তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুংকার দিয়েছেন,
বিজেপি তৈরি থাকুন খেলা হবে। জনগর্জন কি, সেটার আজ ট্রেলার দেখালাম। পিকচার মানুষ দেখাবে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা মোদী সরকার দুর্নীতির অভিযোগে আটকে দিয়েছে, যা নিয়ে তৃণমূল কংগ্রেস বরাবর সরব। আজকের ব্রিগেড সমাবেশ থেকেই এই ইস্যুতে সোচ্চার হন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “গত তিন বছরে আবাস যোজনার একটা টাকাও যদি বাংলাকে দিয়েছে কেন্দ্র বলে প্রমাণ করতে পারে তাহলে রাজনীতির ময়দান থেকে অবসর নেব।”

পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়েই। রবিবার ব্রিগেড মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ বিচারপতি নিয়ে কিছু বলবো না। মোদীর ভারতবর্ষে চোরেরা উত্তরীয় পরিয়ে বিচারপতিকে স্বাগত জানাচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন, বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙ্গে তারা বাংলা বিরোধী নয়?

শেষ কয়েক বছরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জালে আটকা পড়েছেন একাধিক তৃণমূল নেতা। অনেকে এখন জেলও খাটছেন। তার কথায়, মোদী সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ইডি, সিবিআইকে বিরোধীদের পেছনে ব্যবহার করছে। আজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বিজেপিকে কটাক্ষ করে বলেন,
“ভোট ইডি সিবিআই দেবে না। মানুষ দেবে। যে বাংলাকে বাংলাদেশি বলে, যে বাংলায় কথা বলতে পারে না তার থেকে গ্যারান্টি নেবেন?”

সম্প্রতি পর পর মোদী বাংলায় এসে বলেছেন, তৃণমূলের কারণে রাজ্যে উন্নয়ন থমকে গেছে। মোদীর দাবি, তাঁর সময়কালে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। আজ তার পাল্টা দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের তৃণমূল সরকার উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, পথশ্রী দিয়েছেন, মানবিকের ভাতা দিয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন।” তিনি প্রশ্ন করেন, “কার গ্যারান্টি চাই, দিদি না মোদীর ? মোদীর গ্যারান্টি জিরো ওয়ারেন্টি।”

আজকের ব্রিগেডের সভা ছিল মূলত তৃণমূলের ক্ষমতা প্রদর্শনের জায়গা। কারণ বিরোধীরা বার বার দাবি করেছেন, তাদের প্রতি আর জনসমর্থন নেই। আজ ব্রিগেড মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই জনগণের গর্জন হলো বাংলায় বিরোধীদের বিসর্জন। তিনি হুংকার দিয়ে বলেন, ওরা বলছে, বাংলায় তৃণমূল থাকবে না, একে একে দল ছাড়ছে। আর আজ সেখানে দাঁড়িয়ে ১২ দিনের মধ্যে ব্রিগেড করে দেখালাম। এবার বিরোধীদের কাছে স্পষ্ট হয়ে যাবে তৃণমূলের প্রতি মানুষের আস্থা কোন জায়গায় আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *