Tathagata, Bangladesh, কলকাতা নিয়ে বাংলাদেশি সমালোচকদের কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ৪ জানুয়ারি: কলকাতা নিয়ে বাংলাদেশি সমালোচকদের কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এবার বছর শেষের উৎসবমুখর কলকাতায় এত ভিড় যে গাড়ি নড়ছিল না, পার্কিং তো দূরস্থান। কিন্তু হাঘরে বাংলাদেশে রটনা, সেখানকার পর্যটকের অভাবে নাকি কলকাতার ব্যবসায়ীদের মাথায় বাজ পড়েছে!

ঠিক সেইরকম রটনা, বাংলাদেশি রোগীর অভাবে কলকাতার হাসপাতালগুলো নাকি খাঁ খাঁ করছে, বাংলাদেশি রোগীরা সবাই নাকি মালয়েশিয়া আর থাইল্যান্ডে চলে যাচ্ছে। এই রটনা যারা করছে তাদের বলতে লজ্জাও করল না, এতগুলো বছর চলে গেল, একটা দেশে পয়সা দিয়েও চিকিৎসা পাওয়া যায় না, রোগীদের এদেশ-ওদেশ করে বেড়াতে হয়!

যান মিয়ারা, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর যান। সেখানে গিয়ে তিনগুণ টাকা খরচ করে আপনার অপরূপ ইংরেজিতে বোঝান, আপনার কৈ ব্যাথা, কুনখান দিয়া প্যাটে মুচড় দিতাসে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *