Tathagata, Indian Army, মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ তথাগতর

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: বাংলাদেশ সৃষ্টির মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী অবদানের কথা স্মরণ করালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “নিঃসন্দেহে ১৯৭১ সালে বাংলাদেশি মুক্তিবাহিনী গেরিলারা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। একইভাবে নিঃসন্দেহে, ভারতীয় সেনাবাহিনী এসে পাকিস্তানিদের না হারালে আধুনিক অস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত সৈন্যদের পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনী কিছুই করতে পারত না।

এছাড়াও নিঃসন্দেহে, ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনী শুধু পাকিস্তানিদের সাথেই নয়, বিহারী মুসলমান এবং বাঙালি মুসলমান রাজাকার, আল-বদর এবং আল-শামসের সাথেও যুদ্ধ করছিল। চুকনগর এবং রায়ের বাজারের জঘন্য হিন্দু বিরোধী গণহত্যায় এই অধস্তনরা পাকিস্তানিদের সাহায্য করেছিল।

আজকের বাংলাদেশের শাসক বাহিনী মূলত একাত্তরের রাজাকারদের বংশধর। এই কারণেই পাকিস্তানি জেনারেল টিক্কা খান তাঁদের সৈন্যদের এই ধরনের নমুনা আনার আশায় পরে বাঙালি নারীদের পেটে পাকিস্তানের বীজ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *