Suvendu, BJP, চাষিদের কাছ থেকে ধান ক্রয়ের নিয়ম বদলের আর্জি শুভেন্দুর

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: “চাষিদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে, চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।” মঙ্গলবার এক্সবার্তায় এই অভিযোগ করে বিষয়টি বিবেচনা করার আবেদন করলেন শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে, কৃষকদের সুবিধার্থে সহায়ক মূল্যে ধান কেনার জন্য রাজ্য সরকারগুলিকে দেওয়া কেন্দ্রের নির্দেশানুসারে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠী ও অন্যান্য সংস্থার মাধ্যমে চাষিদের কাছ থেকে ধান ক্রয় করার কাজ শুরু করেছে।

বীরভূমের সিউড়ি কিষান মান্ডির ধান ক্রয় কেন্দ্র থেকেও চাষিদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে, তবে সেখানে এক বস্তা ধান বিক্রি করতে গেলে বস্তায় ৫ কেজি করে ধানের ওজনে বাদ দেওয়া হচ্ছে, যার ফলে চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কোথাও কোথাও তো বস্তায় ধানের মূল্য থেকে ১০২ টাকা করেও কেটে নেওয়ার অভিযোগও রয়েছে। এ বিষয়ে চাষিরা আপত্তি জানালে তাদের সরাসরি বলে দেওয়া হচ্ছে যে তাদের ধান নেওয়া হবে না। অগত্যা ক্ষতির সম্মুখীন হয়েও চাষিরা ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষিরা এমনিতেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাজ্য সরকারকে অনুরোধ করবো যে, একটু মানবিক হন। আমি খাদ্য দপ্তরের আধিকারিকদের, খাদ্য সচিব এবং মুখ্যসচিবকে পরিস্থিতি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা করার অনুরোধ করছি। এই ঘটনা প্রতি বছর ঘটে চলেছে, এর শেষ হওয়া প্রয়োজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *