Tathagata, Bangladesh, জাহাজে করে পাকিস্তান বা চিন থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে বাংলাদেশকে প্রশ্ন তথাগতর

আমাদের ভারত, ১৬ নভেম্বর: “কেন, বাংলাদেশ জাহাজে করে পাকিস্তান বা চিন থেকে বিদ্যুৎ আমদানি করতে পারে না?” শনিবার সামাজিক মাধ্যমে এই প্রশ্ন রাখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

“মাথায় আদানির বকেয়ার বোঝা, ভারতের সাহায্যে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বাংলাদেশের”— একটি খবরের এই শিরোনাম যুক্ত করে শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “ওদের আল্লাহ তো সর্বশক্তিমান, চাইলেই তো ইসলামী বাংলাকে আসমান থেকে বিদ্যুৎ দিয়ে দিতে পারেন!”

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর গত তিন মাসে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। ভারত বয়কট ও চিন-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ডাক দিয়েছে বাংলাদেশের সরকার ও আমজনতার একাংশ। এই অবস্থায় শুক্রবার ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সংবহনের ত্রিপাক্ষিক ব্যবস্থাপনার উদ্বোধন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *