আমাদের ভারত, ১৬ নভেম্বর: ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করে উল্টে কটাক্ষের শিকার হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
এক্সবার্তায় শনিবার তিনি লিখেছেন, “উত্তরপ্রদেশ। ঝাঁসির হাসপাতাল। আগুনে ১০ নবজাতকের মৃত্যু। স্বাস্থ্য পরিকাঠামো বেহাল থাকার অভিযোগ। দাবি এক, দফা এক… করবেন না?”
অয়ন্তিকা চট্টোপাধ্যায় লিখেছেন, “আপনি যখন অন্যের দিকে তর্জনী তাক করেন মনে রাখবেন বাকি তিনটি আঙুল আপনাকেই নির্দেশ করে। সুতরাং বাংলাতেই ফোকাস করুন।”
দেবাশিস প্রধান লিখেছেন, “১০ জন নবজাতকের মৃত্যু খুবই মর্মান্তিক। দফা এক, দাবি এক, এসব না করেও আন্দোলন করা যায় ওটা দেখান সবাইকে। আপনার সাংবাদিক সম্মেলন করুন, ইউপি-তে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ এটা তো বলতেই পারেন, পার্লামেন্টে ঝড় তুলতে পারেন, আপনাদের সহযোগী অখিলেশ যাদব সাহেবকে নিয়ে পথে নামুন।”
আদিত্য দাশগুপ্ত লিখেছেন, “ওরা সাধারণ মানুষের জন্য কোনও দাবি করে না, এখানেই তো ৩০টা লোক বিনা চিকিৎসায় মারা গেল। ওদের শুধু ইনকাম চাই। ব্যাস… আর কিছু না!”
সন্ধি চক্রবর্তী লিখেছেন, “আগে নিজের ঘর ঠিক করুন, তারপর অন্যের ঘরের অবস্থা বিশ্লেষণ করবেন….!মুরোদ নেই আট আনা খালি বড় বড় কথা ……!”
প্রসঙ্গত, গত আগস্টে আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন অঞ্চল। ‘দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ’—এই স্লোগান ওঠে নানা জায়গায়।সেই প্রেক্ষিতেই শনিবার এই স্লোগানের উল্লেখ করেছেন কুণাল।
শুক্রবার রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন সদ্যোজাত বেশ কিছু শিশু৷