আমাদের ভারত, ১ এপ্রিল: লালকৃষ্ণ আডবানীকে ভারতরত্ন প্রদান অনুষ্ঠানের একটি বিষয়ে জয়রাম রমেশের কটাক্ষকে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “একজন ডুবন্ত মানুষ খড়কে আঁকড়ে ধরে। জয়রাম রমেশ এল কে আডবাণীজিকে ভারতরত্ন দেওয়া নিয়ে খোঁচানোর চেষ্টা করেছেন- প্রধানমন্ত্রী বসে থাকা অবস্থায় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন কেন? ভাল চেষ্টা, এবার ছবিটা দেখে নিন। দুই মহিলার শারীরিক ভাষা দেখুন।”
এদিন এর আগে তথাগতবাবু অপর একটি এক্স হ্যান্ডলে লিখেছেন, “অভিনন্দন, আডবাণীজি, ভারতরত্ন দেওয়ায়। আপনার নেতৃত্বই বিজেপিকে ২ থেকে ৮৮-তে তুলে এনেছে এবং শেষ পর্যন্ত দেশকে ১৯৯০-এর নৈরাজ্য থেকে বের করে এনেছে। আপনি আপনার সময়কালে অতুলনীয় দূরদর্শিতা প্রদর্শন করেছিলেন। প্রণাম, প্রণাম।”