Cricket competition, Bankura, thalassemia awareness, থ্যলাসেমিয়া সচেতনতায় বাঁকুড়ায় ক্রিকেট প্রতিযোগিতা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১
এপ্রিল: খেলার মাধ্যমে থ্যালাসেমিয়া দূরীকরণ ও সমাজে সচেতনতা বৃদ্ধি করার অভিনব উদ্যোগ ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের। থ্যলাসেমিয়া নির্মূলে এবছর আয়োজন করা হয় থ্যলাসেমিয়া চ্যালেঞ্জ ট্রফি ও স্মার্ট কলার রানার্স আপ টি টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। রবিবার অনুষ্ঠিত হয় ফাইন‍াল খেলা।

আটটি দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয় এফসিসি বাঁকুড়া ও লালবাজার সুপার স্টার ক্লাব।রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় এফসিসি বিজয়ী হয় এবং থ্যলাসেমিয়া চ্যালেঞ্জ ট্রফি লাভ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত কোয়েল কাইতি ও সুজয় পরামানিক তাদের জীবন যুদ্ধের কথা, প্রতি মাসে নির্দিষ্ট সময় অন্তর অপরের রক্ত গ্রহণ করে বেঁচে থাকার লড়াইয়ের কাহিনী তুলে ধরে থ্যালাসেমিয়া নির্মূল করতে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান জানান।

বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক তারাশঙ্কর ব‍্যনার্জি বলেন, থ্যলাসেমিয়া দূরীকরণে সচেতনতার প্রচারে ব্লাড ডোনার্স সোসাইটির সাথে সহযোগিতা করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *