Tathagata, RG kar, আর জি কর মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদ তথাগতর

আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: আর জি কর মামলার পরবর্তী শুনানির দিন পিছিয়ে দেওয়া নিয়ে রাজ্যের চেষ্টার প্রতিবাদ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “যে সরকার দু’দিন আগে ধর্ষকদের জন্য এক সপ্তাহের মধ্যে এনকাউন্টার আর দু’ সপ্তাহের মধ্যে ফাঁসি চাইছিল সেই সরকার তিলোত্তমা কান্ডের ছ’ সপ্তাহ পরে শুনানির দিন পিছিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করছে! কি cute না?”

আর জি কর মামলায় পরবর্তী শুনানিতে কী হয় সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ। বলা ভালো প্রবাসীরাও নজর রাখছেন। সোমবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আগামী ২৭ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের আইনজীবীর আবেদনের ভিত্তিতে সমস্ত পক্ষের মতামত নিয়ে তা পিছোতে রাজি শীর্ষ আদালত। ২৭ তারিখের বদলে ৩০ সেপ্টেম্বর, সোমবার হবে আর জি কর মামলার শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *