Amit Shah, Chess, “দাবার ইতিহাসে অগ্রণী অধ্যায় তৈরি করেছেন,” কৃতীদের অভিনন্দন অমিত শাহর

আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: “ভারত ইতিহাসে নাম খোদাই করল!” সোমবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, “দাবা অলিম্পিয়াড ২০২৪-এ ওপেন এবং মহিলা উভয় বিভাগেই স্বর্ণপদক জেতার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন৷ আপনারা নিখুঁত প্রতিভা দিয়ে দাবা অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জিতে আমাদের দাবার ইতিহাসে একটি অগ্রণী অধ্যায় তৈরি করেছেন৷

আপনারা শুধু ভরতের উজ্জ্বলতায় বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেননি, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। আমার সমস্ত শুভকামনা আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য রয়েছে আপনাদের সাথে।

প্রসঙ্গত, বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডের ওপেন এবং মহিলা দুই বিভাগেই স্বর্ণপদক জিতে রবিবার বুদাপেস্টে ভারত তার ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত রেকর্ড করেছে। ভারতীয় পুরুষ প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় রবিবার দিন দুর্দান্ত আধিপত্য বিস্তার করেছিল যে তারা প্রায় এক রাউন্ড আগেই সোনা জয়ের বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *