Tathagata, Bangladesh, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ছবি-সহ সামাজিক মাধ্যমে কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ১১ ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইসকন কলকাতার সহ সভাপতি এবং মুখপাত্র রাধারমন দাসের সামাজিক মাধ্যমে দেওয়া ছবি এক্সবার্তায় শেয়ার করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার ওই ছবি-সহ তথাগতবাবু লিখেছেন, “এটি ইসলামিক বাংলাদেশে একটি হিন্দু বাসভবন ভাঙ্গচুর এবং এর মালিককে জবাই করার ছবি।” মঙ্গলবার রাধারমনবাবু তাঁর দেওয়া ছবির সঙ্গে এক্সবার্তায় লিখেছেন, “শুভ মানবাধিকার দিবস! ভেবেছিলাম জাতিসঙ্ঘের মানবাধিকার-বিষয়ক দফতর হয়তো তাদের ঘুম থেকে উঠে বাংলাদেশের হিন্দুদের দুর্দশার কথা স্বীকার করবে। কিন্তু আফসোস, ন্যায়বিচারের জন্য চিৎকারের চেয়ে নাক ডাকার জোর বেশি রয়ে গেছে।আমার অনুমান, ওটাই ওদের অগ্রাধিকার। বাংলাদেশি হিন্দুদের বাঁচান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *