Modi, Pranab, “উৎকৃষ্ট রাষ্ট্রনায়ক, একজন চমৎকার প্রশাসক এবং প্রজ্ঞার ভান্ডার”, প্রণববাবুকে শ্রদ্ধা মোদীর

আমাদের ভারত, ১১ ডিসেম্বর: “শ্রী প্রণব মুখোপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। প্রণববাবু ছিলেন এক ধরনের জন-ব্যক্তিত্ব, যিনি একজন উৎকৃষ্ট রাষ্ট্রনায়ক, একজন চমৎকার প্রশাসক এবং প্রজ্ঞার ভান্ডার।”

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সবার্তায় এ কথা লিখে জানিয়েছেন, “ভারতের উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি বর্ণালী জুড়ে ঐক্যমত্য গড়ে তোলার এক অনন্য ক্ষমতায় আশীর্বাদ পেয়েছিলেন। এটি শাসনের ক্ষেত্রে তাঁর বিশাল অভিজ্ঞতা এবং ভারতের সংস্কৃতির পাশাপাশি নীতি সম্পর্কে তাঁর গভীর বোঝার কারণে হয়েছিল। আমরা আমাদের জাতিকে তাঁর দৃষ্টিভঙ্গি উপলব্ধি করানোর জন্য কাজ করে যাব।” এক্সবার্তায় তাঁদের দু’জনের অতীতের একটি ছবিও যুক্ত করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *