আমাদের ভারত, ৪ জুন: “যদি বিজেপি হিন্দুদের রক্ষা না করে, তা সে ভারতে হোক বা বাংলাদেশে, দলের ভবিষ্যৎ অন্ধকার। এটা এত সহজ।” বুধবার এক্সবার্তায় এই মন্তব্য লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
এই বার্তা তিনি যুক্ত করেছেন বিজেপি-র জাতীয়, প্রাদেশিক এক্স হ্যান্ডেল ছাড়াও জেপি নাড্ডা, অমিত শাহ ও সুনীল বনশলের মতো দলের শীর্ষস্থানীয় তিন নেতার এক্স হ্যান্ডেলের সঙ্গে।
এর আগে মঙ্গলবার রাতে তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “খবর আসছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে খুবই অসুস্থ। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। মনে হয় মানুষটাকে কারাগারে শেষ করে দেবে।
ঠিক এই ভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় খুন হয়েছিলেন নেহরু ও শেখ আবদুল্লার চক্রান্তে। নেহরু কিছুতেই তার মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হতে দেননি। হিন্দুর হয়ে যে লড়াই করবে তাদের প্রত্যেকেরই কি এই পরিণতি?”