Tathagata, Bangladesh পাঁচ বার্তায় বাংলাদেশকে তোপ তথাগতের

আমাদের ভারত, কলকাতা, ১৪ সেপ্টেম্বর: সামাজিক মাধ্যমে পাঁচটি বার্তা রিপোস্ট করে বাংলাদেশকে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি রিপোস্ট করেছেন, “সুদখোরের নেতৃত্বে ১৪০০ বছরের আগেকার সমাজ তৈরী করবেন, যে সমাজে যৌনদাসী, নিকা হালালা, নিকা মুতাঃ, তিন তালাক, গনিমতের মাল ভাগাভাগি, পাথর মেরে হত্যা চালু হয়ে যাবে। কোনও সভ্য সমাজ এরকম ন্যায় বিচার চাইতে পারে? দেশটা আফগানিস্তান, পাকিস্তানের অধম হবে আর ভিক্ষা করে পেটের ভাত জোগাড় করবে।”

“বাংলাদেশ: কক্সবাজার সমুদ্র সৈকতে টি-শার্ট পরায় তরুণীর ওপর নির্যাতন। বাংলাদেশে তালেবান প্রবেশ, শরীয়ত শাসনের শুরু! শিগগিরই মেয়েদের বোরকা ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হবে!”

তথাগতবাবুকে উদ্দেশ করে লেখা একটি বার্তা তিনি রিপোস্ট করেছেন। তাতে লেখা— “ধন্যবাদ আপনাকে, আপনি ঠিক বুঝতে পারছেন, আমরা আসলে চৌদ্দশ বছরের পিছনের যুগটাই চাচ্ছি। যেখানে ইনসাফ ও ন্যায় বিচারের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা হবে। আর হ্যাঁ ভারত-বিদ্বেষ আমার দেশ প্রেমে অন্তর্ভুক্ত।”

প্রাসঙ্গিক আর একটি বার্তা তিনি এদিন রিপোস্ট করেছেন। তাতে লেখা— “(বাংলাদেশ) দুটি দূরারোগ‍্য ব‍্যাধিতে আক্রান্ত। এক. অসীম ধর্মান্ধতা, যা দেশকে সামনে এগিয়ে যাওয়ার বদলে চোদ্দ’শ বছর পিছনে নিয়ে দাঁড় করাতে চায়। দুই. অপরিসীম হীনমন্যতাবোধ, যা দেশের প্রায় নিরানব্বই শতাংশ মানুষকে, কোনো কারণ ছাড়াই কট্টর ভারতবিদ্বেষী করে তোলে।”

অপর রিপোস্টে লিখেছেন, “নোবেল বিজয়ী হলেও মোহাম্মদ ইউনূসকে ফুটবলের মতো লাথি মারছে বিভিন্ন রঙের জিহাদিরা। যে জিহাদি তাঁকে শেষ লাথি মেরেছিল, তার কথা এখন তাঁকে দিয়ে বলানো হচ্ছে। তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে কিনা সন্দেহ। খুবই দুঃখজনক ঘটনা!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *