আমাদের ভারত, ১৪ সেপ্টেম্বর: “বাংলাদেশের মেয়েরা, যত স্লোগান আছে দিয়ে নাও, যত কথা আছে বলে নাও, যত গান আছে গেয়ে নাও। দিন আসছে তোমাদের স্তব্ধ করার, তোমাদের বোবা বানাবার।” নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন। শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই পোস্টে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ২ হাজার ২০০, ২৬ ও ১১০।
তিনি লিখেছেন, “আফগানিস্তানে নতুন আইন হয়েছে। বাড়ির বাইরে বেরোলে মেয়েরা কথা বলতে পারবে না। মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে না। স্কুল কলেজে পড়তে পারবে না, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। যদি খুব জরুরি কাজে, ধরা যাক ঘরে পুরুষ নেই, কিন্তু ক্ষুধার্ত শিশুর জন্য দুধ বা মুমূর্ষু রোগীর জন্য ওষুধ আনতেই হবে, তখন মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারে, তবে তাদের কণ্ঠস্বর যেন কেউ শুনতে না পায়। কিছু মেয়ে একসঙ্গে বেরোলে এখন নিজেদের মধ্যেও কথা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের কথা বলা নিষেধ।”
মন্তব্যগুলোর প্রায় সব কটিতেই সমর্থন পেয়েছেন তসলিমা।