আমাদের ভারত, ২০ এপ্রিল: কর্ণাটকের ঘটনা থেকে শিক্ষা নিন। আর তিন বছর বয়স থেকেই মেয়েদের সতর্ক করুন। কর্ণাটকে কংগ্রেস কাউন্সিলরের মেয়ে নেহাকে কুপিয়ে খুনের ঘটনার পর হিন্দু কন্যার বাবা মায়ের উদ্দেশ্যে এই পরামর্শই দিয়েছেন তথাগত রায়। নিজের এক্স হ্যান্ডেলে ৩ বছর বয়স থেকে কেন মেয়েদের সতর্ক করার প্রয়োজন সেটা তুলে ধরেছেন।
বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য শাখার অন্যতম আধিকারিক সায়ন চক্রবর্তী কাঁচের গাড়িতে নেহার মরদেহ ঘিরে কান্নায় ভেঙে পড়া স্বজনদের ছবি পোস্ট করেছেন তথাগত রায়। সঙ্গে লিখেছেন “তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মহম্মদ ফৈয়াজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তাই সে ৩০ সেকেন্ডে নেহাকে ২৪ বার ছুরিকাঘাত করেন।” এরপরেই তিনি আহ্বান জানিয়েছেন, “একত্র হও? আমি আমার সমস্ত হিন্দু বোনের কাছে এই জেহাদির থেকে সচেতন থাকার অনুরোধ করছি।”
এরপর তথাগতবাবু আরও লিখেছেন, “১৬ বছর বয়সে বললে হিন্দু মেয়েরা শুনবে না। বরং তখন বাবা-মা শুনবেন, ‘কিন্তু আমার আব্দুল আলাদা’। তাই ৩ বছর বয়স থেকে আপনার মেয়েদের আবর্জনা স্পর্শ না করার শিক্ষা দিন। জাল নাম সম্পর্কেও সতর্ক থাকতে হবে।”
প্রসঙ্গত, কর্ণাটকের হুব্বালি ধারওয়াড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর নিরঞ্জন হিরেমথের কন্যা নেহাকে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসের মধ্যে কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২১ বছরের নেহার এক সহপাঠীর বিরুদ্ধে এই খুন করার অভিযোগ উঠেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা দৃশ্য। সেখানে দেখা গিয়েছে বার বার ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে। এরপর সে এলাকা ছেড়ে পালায়। এই ঘটনাকে ‘লাভ জিহাদ’ বলে দাবি করেছেন সদ্য কন্যাহারা বাবা। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে হাত শিবির। কিন্তু সব মিলিয়ে নেহার এই নৃশংস মৃত্যু ঘিরে বিতর্কের ঝড় উঠেছে।