Mithun, Sukanta, ও সৎ, ভালো মানুষ, জেলার উন্নতি চাইলে বার বার ওকে জিতিয়ে আনুন, সুকান্ত মজুমদারের প্রচার সভায় বললেন মিঠুন

আমাদের ভারত, ২০ এপ্রিল: আগামী ২৬ এপ্রিল বালুরঘাটে ভোট। তাই সেখানে নির্বাচনী প্রচার এখন একেবারে তুঙ্গে। তার মধ্যে বিজেপির রাজ্য সভাপতির কেন্দ্রে তাঁর হয়ে প্রচারে এসে প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর কথায় জেলার উন্নতি চাইলে সুকান্তর মতো সৎ ভালো মানুষকে বার বার জিতিয়ে আনুন।

সুকান্ত মজুমদার বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর সমর্থনে প্রচার করতে দক্ষিণ দিনাজপুরে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তপন হাই স্কুলের মাঠে নির্বাচনী সভা করেন তিনি। সন্ধ্যায় মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠলেও তাকে দেখার জন্য দুপুর থেকে সভাস্থল এবং রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ ভিড় করেছিলেন। হেলিকপ্টার বিভ্রাটের জন্য সভাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল সুপারস্টারের। তার জন্য মঞ্চে উঠে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। সাধারণ মানুষের মন জয় করতে বেশ কিছুটা সময় ছবি তোলেন সাধারণ মানুষের সাথে। এরপর মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি বুঝেশুনে প্রার্থী করে। সুকান্ত মজুমদার সৎ ব্যক্তি। ভালো মানুষ। তাই দল থেকে তাকে প্রার্থী করেছে। তাই বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।” একইসঙ্গে সুকান্ত মজুমদারের সমর্থনে তিনি বলেন, “মানুষটিকে আপনারা বারবার জিতিয়ে আনুন, দক্ষিণ দিনাজপুর জেলার স্বার্থে। তাহলে জেলার প্রচুর উন্নতি হবে বলে আমার বিশ্বাস।”

অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ওদের এমন কোনো নেতা নেই যারা দুর্নীতিতে যুক্ত নয়। চুরি, দুর্নীতি, অপরাধমূলক কাজে তৃণমূল জড়িত বলে তাদের প্রার্থীকে ভোট না দেওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, “যে দল গরু চুরি করে, কয়লা, বালি চুরি করে, সে দলের প্রার্থীকে ভোট দেবেন না। আমরা সুন্দর বাংলা গড়ব। এটাই মোদীর গ্যারান্টি।”

তপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ভিড় কম হয়েছে বলে অনেকেই বলাবলি করছে। কিন্তু মিঠুন চক্রবর্তীর সভায় উপচে পড়া ভিড় প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমেছে। মানুষ ওকে আর চাইছেন না। তপনের ভিড় সেটাই প্রমাণ করলো।” ভোটের প্রচার করতে এলেও মহাগুরুর মুখে সিনেমার ডায়লগ বাদ যায়নি। বিজেপি সূত্রে খবর, বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে, ভালো ফল করতে একাধিক জেলার বিভিন্ন জায়গায় এই সুপারস্টার জোর কদমে প্রচার চালাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *