সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ এপ্রিল: কর্মপ্রার্থী নয়, নিজেকে কর্মদাতা হিসাবে গড়ে তোলার পরামর্শ দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রীসভার শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
আজ ধলডাঙ্গায় সমবায় ও এফপিও’র মাধ্যমে কর্মসংস্থান বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত কর্মপ্রার্থী যুবকদের কর্মদাতা হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা দেন সুভাষবাবু। তিনি বলেন, বিজেপির সংকল্প পত্রে সমবায় ও এফপিও তৈরীতে উৎসাহিত করার কথা ঘোষণা করা হয়েছে। আগামীদিনে বাঁকুড়া লোকসভা ক্ষেত্রে কর্মসংস্থানের এই প্রচেষ্টায় তিনি পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
প্রচন্ড রোদ ও তাপপ্রবাহকে উপেক্ষা করেই নিজের কেন্দ্রে প্রচার চালিয়ে যাচ্ছেন সুভাষবাবু। প্রখর রোদেও তাকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে থাকছেন রাস্তায়। অন্যান্য দিনের মতোই আজও সকালেই প্রচারে বেড়িয়ে পড়েন তিনি। তারই মাঝে যুবকদের উৎসাহিত করতে হাজির হন কর্মশালায়। তাঁর পরামর্শে উদ্বুদ্ধ কর্মপ্রার্থীরা।