Karnataka, Congress Councilor, কুপিয়ে মারা হলো নেহাকে! ঘটনায় লাভ জিহাদকে দায়ী করে মেয়েদের সাবধানে রাখার পরামর্শ কর্ণাটকের সদ্য কন্যাহারা কংগ্রেস কাউন্সিলরের

আমাদের ভারত, ২০ এপ্রিল: কর্ণাটকে কংগ্রেস কাউন্সিলরের কন্যাকে কলেজ ক্যাম্পাসের মধ্যে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় লাভ জিহাদের দাবি করেছেন খোদ কংগ্রেস কাউন্সিলর। তিনি নিজে বলেছেন দেশজুড়ে লাভ জিহাদ বাড়ছে। মেয়েদের তাই সাবধানে রাখতে হবে। কিন্তু দলের কাউন্সিলরের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার, কারণ খুনের ঘটনায় লাভ জিহাদের অভিযোগ করেছে বিজেপিও। সদ্য কন্যাহারা পিতা কংগ্রেস কাউন্সিলর আর বিজেপির দাবিতে সেই একই সুর শুনতে পাওয়ায় কংগ্রেস সরকার অপ্রস্তুত হয়েছে।

কর্ণাটকের হুবলি জেলার কংগ্রেস কাউন্সিলর নিরঞ্জন হিরেমথের কন্যা নেহাকে বিভিবি কলেজ ক্যাম্পাসের মধ্যেই কুপিয়ে খুন করা হয়েছে। খুনের অভিযোগ নেহার প্রাক্তন সহপাঠী ফৈয়জের বিরুদ্ধে। এই ঘটনা সে ঘটিয়েছে। কলেজের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ফৈয়জ ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে বারবার কুপিয়েছে। তারপর সে সেখান থেকে পালিয়ে গেছে।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাকে পুলিশ ধরে ফেলে। বিজেপি প্রথম থেকেই এই ঘটনাকে লাভ জিহাদের ফল বলেছে। তাদের দাবি, কংগ্রেসের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটেছে, সেই কারণেই প্রকাশ্যে এই নৃশংস ঘটনা ঘটেছে।

মৃতার বাবা নিরঞ্জন সংবাদমাধ্যমে বলেছেন, আজকাল এই ধরনের নৃশংস ঘটনা বাড়ছে। আমি জানি না কম বয়সীরা কেন ভুল পথে যাচ্ছে? কেন ওদের এই ধরনের মানসিকতা তৈরি হচ্ছে? আমি চাই গরিব ঘরের কোনো মেয়েকে যেন এই হেনস্থার স্বীকার না হতে হয়। এরপরই তিনি বলেন, “আমার মনে হয় লাভ জিহাদ দ্রুত ছড়িয়ে পড়ছে। দেখুন আমি এবং আমার পরিবার কী অবস্থার মধ্যে এসে পড়লাম। সব মায়ের কাছে আমার আবেদন মেয়েদের সাবধানে রাখুন। ওদের কলেজে পাঠালে সঙ্গে সঙ্গে আপনি যান। কেউ ওদের পিছু নিচ্ছে কিনা নজর রাখুন। কারণ আমাদের চারপাশে খুব স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে। মহিলারা সবক্ষেত্রে এগিয়ে গিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা এভাবে চলতে থাকলে তা ভালো হবে না। রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, এই ঘটনার উপযুক্ত পদক্ষেপ করা হোক।”

যদিও কর্ণাটক কংগ্রেস আগেই জানিয়েছে, ব্যক্তিগত সম্পর্ক এবং সেই সম্পর্কের অবনতির কারণে এই ধরনের হত্যা। লাভ জিহাদের যে অভিযোগ বিজেপি এনেছে তা আগেই উড়িয়ে দিয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আগেই বলেছেন, ব্যক্তিগত কারণে এই খুন, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *