Tathagata, Hindu, হিন্দু ধর্মের হয়ে ফের সওয়াল তথাগতর

আমাদের ভারত, ২৭ মার্চ: হিন্দু ধর্মর হয়ে ফের সওয়াল করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “গত ৫০০০ বছর ধরে হিন্দু ধর্মের ‘টিকে থাকার’ বিষয়টি ঠিক নয়। ইসলাম ধর্মান্তরের ফলে এটি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। সেই ধর্মান্তরিতরা এখন হিন্দুদের সবচেয়ে খারাপ শত্রু। তারা ভেঙে বেড়িয়ে গিয়ে পাকিস্তান গঠন করেছে। সেখান থেকে সমস্ত হিন্দুকে তাড়িয়ে দিয়েছে।”

তাঁর পুনরায় করা পোস্টে লেখা, “এই ভুলটাই সবাই করে। ‘বাঙালি’ বলে কোনো জনগোষ্ঠী নেই। ‘বাঙালি হিন্দু’ (৩০%) ও ‘বাঙালি মুসলমান’ (৭০%)। এদের সব কিছুই আলাদা, মায়ের ভাষা পর্যন্ত।”

অপর একটি এক্সবার্তার প্রতিক্রিয়ায় তথাগতবাবু লিখেছেন, “১৯৪৬ সালে কলকাতার দাঙ্গা শুরু করেছিল প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলমানেরা। পরে গোপাল মুখোপাধ্যায়ের (গোপাল পাঁঠা) নেতৃত্বে হিন্দুরা মারাত্মক জবাব দেয়। গোপালবাবুকে সাথ দিয়েছিল বিহারী গোয়ালা ও কালোয়াররা ও সর্দারজিরা।”

তথাগতবাবু লিখেছেন, “দাঙ্গা আমরা কেউই চাই না। কিন্তু অপরপক্ষ লাগালে কোথায় সাহায্য পাওয়া যাবে সেটা জেনে রাখা ভাল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *