Taslima, Bengals, দুই বাংলার সাহিত্য-সংস্কৃতি পৃথক করার চেষ্টা নিয়ে প্রশ্ন তসলিমার

আমাদের ভারত, ৪ জুন: “পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য, ওদের সাহিত্য-সংস্কৃতি থেকে আমাদের সাহিত্য-সংস্কৃতিকে পৃথক করার” চেষ্টা নিয়ে প্রশ্ন তুললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

বুধবার সন্ধ্যায় তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমাদের সময় নাটক সিনেমা, আড্ডা আলোচনার ভাষা ছিল শুদ্ধ বাংলা ভাষা। এখন দেখছি সবখানে আইতাছি যাইতাছি ভাষা, পড়তেছে মরতেছে ভাষা। এমনকী যারা এমনিতে শুদ্ধ বাংলায় কথা বলে, তাদেরও নাটক সিনেমায় অভিনয় করলে আঞ্চলিক ভাষায় কথা বলতে হয়।

অনেকে বলে দোষ ফারুকির। ফারুকি আঞ্চলিক ভাষা চালু করেছেন নাটক সিনেমায়। তাহলে কি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য, ওদের সাহিত্য-সংস্কৃতি থেকে আমাদের সাহিত্য-সংস্কৃতিকে পৃথক করার জন্য এটি ছিল ফারুকির মেটিকুলাস প্ল্যান?”

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশ কিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *