অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ ও সিরিয়ার পটভূমির পরিবর্তনের মিল খুঁজলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
মঙ্গলবার রাতে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “হাসিনা ১৫ বছর ক্ষমতায় ছিলেন। বাশার আল আসাদ এবং তাঁর বাবা ক্ষমতায় ছিলেন ৫৪ বছর। এক মাসের বিদ্রোহে হাসিনার পতন। ১২ দিনের বিদ্রোহে আসাদের পতন। হাসিনা পরিবার নিয়ে চলে গেছেন ভারতে। আসাদ পরিবার নিয়ে পালিয়ে গেছেন রাশিয়ায়।
হাসিনার সেনাবাহিনী হাসিনার পক্ষে যুদ্ধ করেনি। আসাদের তিন লক্ষ সেনা যারা ১৩ বছর ধরে আসাদের দুর্গ রক্ষা করেছে, তারাও রণে ভঙ্গ দিয়েছে। অনেকটা একই রকম বাংলাদেশ আর সিরিয়ার চিত্র। ডমিনো ইফেক্ট বলা যায়।
সিরিয়ায় যারা বিদ্রোহ করেছে আসাদ সরকারের বিরুদ্ধে, তারা জঙ্গী জিহাদি সন্ত্রাসী দল। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। এরা আল কায়দার সঙ্গে জড়িত। আইসিসের আদর্শও এদের আদর্শ। এরাও ইসলামী শাসন চায়, খেলাফত চায়। অবিকল বাংলাদেশের মতো ঘটনা।
স্বৈরাচারীদের বিরুদ্ধে জিহাদি জঙ্গীরাই কেন বিদ্রোহ করে, ভাল মানুষদের রক্ত কি শীতল হয়ে গেছে সবখানে?”