আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: ১৯৭১-এ পাক বাহিনীর আত্মসমর্পনের ছবি দিয়ে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তি যোদ্ধাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতীয় যুব জনতার রাজ্য সহ সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি।
সোমবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন,“বাংলাদেশের পাকিস্তানপন্থী কিছু জনগণকেও অনেক শুভেচ্ছা আর ভারতবর্ষে থাকা পাকিস্তান প্রেমীদেরও শুভেচ্ছা।
কিছু কথা মনে করিয়ে দেওয়া ভাল, বাবা বাবা’ই হয়। ১৯৪৭ সালে ভারতভাগ করেছিল যারা তাদের ১৯৭১-এ দুভাগ করা হয়েছিল। বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু মানুষদের স্বার্থে হয়তো আবার বাংলাদেশ এবং পাকিস্তানের কয়েকটা টুকরো করতে হবে। আমার বিশ্বাস ভারতীয় সেনাবাহিনী যা প্রয়োজনীয় সেটা করবেন।