বনগাঁ মহকুমা সহ হাবড়া, অশোকনগর ও মছলন্দপুরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ জানুয়ারি: বনগাঁ মহকুমা সহ হাবড়া, অশোকনগর, মছলন্দপুরের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল স্বামী বিবেকান্দের ১৫৮ তম জন্মদিন। পদযাত্রা, ম্যারাথন দৌড়, পুষ্পার্ঘ্য নিবেদন, আলোচনাসভা, বস্ত্র বিতরণ থেকে বসে আঁকো, ভলিবলের মতো নানা অঙ্গিকে সাজানো ছিল বিবেক জন্মজয়ন্তী।

মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁর মতিগঞ্জে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল, মনোস্পতি দেব, শোভন বৈদ্য সহ কর্মী সমর্থকরা। এছাড়া স্বামীজীর জন্মদিন উপলক্ষ্যে গোপালনগরের আকাইপুর অঞ্চলে দুঃস্থ মানুষদের ২ হাজার কম্বল বিতরণ করেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত দাস।

এদিন দিনভর বিবেকানন্দের জন্মজয়ন্তী পালনের এলাহি আয়োজন ছিল মছলন্দপুরের বিবেকানন্দ ক্রীড়াচক্রে। ছিল ম্যারাথন দৌড়, ভলিবল প্রতিযোগিতা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শতাধিক প্রতিযোগীরা। বিবেকানন্দের ১৫৮তম জন্মদিন উপলক্ষ্যে করোনার বিধি-নিষেধ মেনে এই ম্যারাথন দৌড়ের ব্যবস্থা করে মছলন্দপুর বিবেকানন্দ ক্রীড়াচক্র। এদিন প্রথমে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সংঘের সভাপতি চিন্ময় মজুমদার, বিবেকান্দের ছবিতে ফুল দেয় সংঘের সম্পাদক অমিত চক্রবর্তী। এর পরেই ঢাকের বাজনা দিয়ে শুরু হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। প্রায় ১৫ কিলোমিটার এই দৌড় হয়। সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এই মঞ্চ দিয়েই ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়ার টিমের দুই ক্ষুদে ফুটবলারকে সংবর্ধনা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংঘের সম্পাদক চিন্ময় মজুমদার। আজ স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে সকাল দশটায় হাবড়ার চোংদা মোড় থেকে হাবড়া স্টেশন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্বামীজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *