আমাদের ভারত, ৯ অক্টোবর: মিথ্যে মামলায় অভিযুক্ত ৩ বিজেপি কর্মীকে জামিন দেওয়ায় আদালতকে কৃতজ্ঞতা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “হুগলির খানাকুল-এ এবছর গত মে মাসে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় বিজেপির তিন সক্রিয় কার্যকর্তা; অরবিন্দ বাগ, ভাস্কর দলুই এবং সিদাম ভাঙ্গি’কে মমতার পুলিশ গ্রেফতার করে এবং দীর্ঘ চার মাস যাবৎ তাদের জেলে আটকে রাখা হয়। আইনি লড়াইয়ে মহামান্য আদালতের নির্দেশে অবশেষে দুর্গাপুজোর আগেই তারা জামিনে মুক্তি পেয়েছেন। শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে আমাদের তিনজন কার্যকর্তাকে খুনের মতো মিথ্যা, গুরুতর অভিযোগে অভিযুক্ত করেছে তৃণমূল আর তার দলদাস পুলিশ।
আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এনাদের জামিনে মুক্ত করার জন্য। পুজোর আগে এনারা নিজেদের বাড়ি ফিরতে পেরেছেন জেনে আমি আনন্দিত। কর্মীরাই ভারতীয় জনতা পার্টির সম্পদ। ভারতীয় জনতা পার্টি সর্বদা তার কর্মীদের পাশে রয়েছে।”