আমাদের ভারত, ৯ অক্টোবর: আর জি করের পথেই হাঁটল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ। মহাষষ্ঠীর সকালে বিচারের দাবিতে গণ ইস্তফা দিলেন বেশ কিছু সিনিয়র চিকিৎসক। প্রত্যেকেই স্লোগান তুললেন, “উই ওয়ান্ট জাস্টিস।” ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে তাঁদের তরফে মেল করা হয়েছে।
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার ‘গণ ইস্তফার’ পথে হেঁটেছিলেন আর জি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক। বুধবার একই ভাবে ‘গণইস্তফা’ দিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের বেশ কিছু চিকিৎসক। বেসরকারি হিসাবে সংখ্যাটা ৬৮ জন। এঁদের অনেকেই সিনিয়র। যদিও সরকারি সূত্রে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
মঙ্গলবারই তাঁরা রাজ্য প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে, তাঁরাও ‘গণইস্তফা’ দেবেন।
একই দিনে গণ ইস্তফার পথে হাঁটলেন মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা। তাঁদের সাফ কথা, জুনিয়র ডাক্তারদের আন্দোলন যথার্থ। রাজ্য কোনও সদর্থক ভূমিকা নিচ্ছে না। সেই কারণেই গণ ইস্তফার সিদ্ধান্ত। পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন তাঁরা।