আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: সমবায় সমিতির ভোটে জয়ের পর বার্তা দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার এক্সবার্তায় তিনি এই বার্তা দেন।
তিনি লিখেছেন, “পূর্ব মেদিনীপুরে খেজুরির নিবেদিতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচনে ১১টি আসনের প্রতিটিতেই বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। এদের মধ্যে খেজুরির ৪ নং মন্ডল সভাপতি সুর্যকান্ত দাসকে মমতার পুলিশ তিনটি মিথ্যা মামলা দিয়ে নিজেদের হেফাজতে আটক করে রেখেছে। তবু তিনি এই নির্বাচনে জয়লাভ করেছেন।
ওনাকে গ্রেফতার করার মূল উদ্দেশ্য ছিল এই সমবায় নির্বাচনকে অনৈতিক ভাবে প্রভাবিত করা। মমতা ব্যানার্জি যতই মিথ্যা মামলা দিয়ে, পুলিশ দিয়ে ধমকে, চমকে, ভয় দেখান না কেন; বিজেপিকে আটকাতে পারবেন না। বিজেপি লড়াই করতে জানে।
পশ্চিমবঙ্গ থেকে স্বৈরাচারী শাসক মমতা ব্যানার্জি আর তার দল তোলামূলকে উৎখাত না করা পর্যন্ত বিজেপির এই লড়াই চলবে। পুলিশের ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে সরব হয়ে বন্দি সুর্যকান্ত দাসকে সর্বোচ্চ ভোটে জয়ী করার জন্য সংগ্রামী খেজুরিবাসীদের ও এলাকার সমবায়ী বন্ধুদের ধন্যবাদ জানাই এবং জাতীয়তাবাদী অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করি।
সুর্যকান্ত দাস ও তার পরিবারের পাশে আমরা সবাই আছি এবং তার মুক্তির জন্য সব রকম আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”