Mohan Bhagwat, RG Kar, মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আর জি কর- এর নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা

আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: আর জি কর- এর মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিকবার দোষীদের শাস্তির দাবিত সরব হয়েছিলেন আর এস এস প্রধান। এবার সেই মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন নিহত চিকিৎসকের বাবা-মা। 

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ১০ দিনের জন্য রাজ্য সফরে এসেছেন। নিউটাউনের একটি অতিথিশালায় রয়েছেন মোহন ভাগবত। শুক্রবার তাঁর সঙ্গে দেখা করার সময় চান নিহত চিকিৎসকের মা-বাবা। সেই অনুরোধে সাড়া দিয়ে শনিবার অভয়ার পরিবারের সঙ্গে দেখা করেন আরএসএস প্রধান।

ভাগবত রাজ্যের শাসক দলকে বিঁধে আর জি কর-কাণ্ডের পর বলেছিলেন, “কলকাতার আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটল, তা লজ্জাজনক। আমাদের সবাইকে কলঙ্কিত করার মতো ঘটনা। এমন ঘটনা ঘটে। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা, যেমন ওখানে সমাজের সর্বস্তরের মানুষ পাশে দাঁড়িয়েছেন ডাক্তারদের। এমন ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য সতর্ক থাকতে হবে।” এবার সেই সঙ্ঘ প্রধানের সঙ্গেই দেখা করলেন নিহত চিকিৎসকের বাবা-মা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *