Suvendu, Mamata, ‘অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি’, অবিলম্বে মমতার পদত্যাগ ও গ্রেফতারের দাবি শুভেন্দুর

আমাদের ভারত, ৩ এপ্রিল: “অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি”, এই শিরোনামে এক কড়া বার্তায় অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও গ্রেফতারের দাবি তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু এক্সবার্তায় বৃহস্পতিবার লিখেছেন, “মহামান্য কলকাতা উচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট বার বার এসএসসি-কে সময় দিয়েছে যোগ্য ও অযোগ্য চাকরিরত শিক্ষকদের আলাদা করার জন্য। ৫ মে ২০২২ তারিখে এই দুর্নীতিগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য বেআইনি ভাবে ‘সুপারনিউমারারি’ পোষ্ট তৈরী করেছিল।

বিরোধী দল হিসেবে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে এসএসসি ভবনে আমি নিজেও এই বিষয়ে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়ার দাবি জানিয়েছিলাম। বলেছিলাম যে, আপনারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা আলাদা করে মহামান্য আদালতকে জমা দিন, নচেৎ অযোগ্যদের জন্য যোগ্যরা বিপদে পড়বেন ও তাদের পরিবারগুলি ভেসে যাবে, সামাজিক সম্মান নষ্ট হবে।

আজ মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ বহাল রাখল। অর্থের বিনিময়ে চাকুরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হল। এর সম্পূর্ণ দায় ভার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির। অবিলম্বে মমতা ব্যনার্জির পদত্যাগ ও গ্রেফতারের দাবি করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *