আমাদের ভারত, ৩ এপ্রিল: ‘শিক্ষক নিয়োগে বিশাল দুর্নীতি’ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর ‘ব্যর্থ মুখ্যমন্ত্রীর’ অবিলম্বে পদত্যাগ দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “শিক্ষক নিয়োগে এই বিশাল দুর্নীতির জন্য একমাত্র দায়িত্ব রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট করে দিয়েছে যে, তাঁর শাসনামলে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকদের মেধা কীভাবে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল। এই বিশাল দুর্নীতির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে, আমি ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। আর কোনও ক্ষমা নেই!”