আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ নভেম্বর:
“তৃণমূল কংগ্রেসকে ভোট দিন কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় উন্নয়নে ভরিয়ে দেবে রাজ্য সরকার। যদি উন্নয়ন না হয় আগামী ২০২১ সালে আমি আর রাজীব বন্দোপাধ্যায় আপনাদের কাছে ভোট চাইতে আসব না”। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এক জনসভায় যোগ দিতে এসে এমনই বক্তব্য রাখলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে প্রচারে এসে এক জনসভায় যোগ দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জের বাজিতপুরের মাঠে বিশাল ওই জনসভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়, রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল সহ শীর্ষ নেতৃত্ব।
আগামী ২৫ নভেম্বর রাজ্যের আরও দুটি বিধানসভা উপনির্বাচনের সাথে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারে যোগ দিতে আজ কালিয়াগঞ্জ বিধানসভার বাজিতপুরে জনসভায় যোগ দিতে আসেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কংগ্রেস বিজেপিকে ভোট দেওয়া মানে নোটায় ভোট দেওয়া। তাই নিজেদের ভোট নষ্ট না করে রাজ্যের উন্নয়নের শরীক হতে তৃণমূল
কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি।
এই রাজ্য তথা দেশের মানুষ এনআরসি আতঙ্কে কাঁপছেন। তিনি নিশ্চিত করে বলেন, এই রাজ্যে যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততক্ষণ আপনাদের পাহাড়াদার হিসেবে থাকবেন। কোনও ভয় বা আতঙ্কের কিছু নেই। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায়ের সরকার যতদিন আছে বা থাকবে ততদিন এনআরসি নিয়ে কোনও ভয় নেই, এনআরসি’র জন্য আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে দৌড়াতে হবে না। তিনি বিজেপিকে লক্ষ্য করে বলেন, বিজেপির পতনের দিন চলে এসেছে। এই বিধানসভার উপনির্বাচনে তপন দেব সিংহ প্রার্থী নয়, প্রার্থী হচ্ছে জোড়া ফুল চিহ্ন। জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানাকার বিজেপি সাংসদ এই ছয়মাসে কোনও কাজ করেননি বলে উল্লেখও করেন শুভেন্দু অধিকারী।