২ কোটিরও বেশি মানুষ মে মাসের ফের কাজে যোগ দিয়েছেন, কর্মসংস্থান নিয়ে আশার আলো সমীক্ষার রিপোর্টে

আমাদের ভারত, ২ জুন: লকডাউনে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়নি করোনা সংক্রামন। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই এবার শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। তার মধ্যেই দেশের কর্মসংস্থান নিয়ে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেল। মে মাসে ২ কোটি ১০ লক্ষ মানুষ কাজে যোগ দিয়েছেন বা কাজে ফিরেছেন বলে রিপোর্ট প্রকাশ করেছে একটি বেসরকারী সমীক্ষাকারি সংস্থা সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনোমি।

বেকারত্বের হার এখনও বেশ বড়। তবু কর্মসংস্থানে ফেরার এই ছবি অনেকটাই আশাব্যঞ্জক বলে মত ওই সংস্থার। দিন কয়েক আগে ২০১৯-২০ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এবং পুরো বছরের জিডিপি হার প্রকাশ করেছে কেন্দ্র। শেষ ত্রৈমাসিকে দেশের বৃদ্ধির হার ছিল ৩.১ এবং আর্থিক বছর এই হার ছিল ৪.২ যা গত ১১ বছরের সবচেয়ে নিচে। কিন্তু তবুও অর্থনীতিবিদদের একাংশের মতে এই হার অনেকটাই আশাপ্রদ এই পরিস্থিতিতে।

অন্য একটি অংশ আবার বলেছে লক ডাউনের আংশিক প্রভাব পড়েছিল শেষ ত্রৈমাসিকে। এর পুরো প্রভাব পড়বে আগামী জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে।

কিন্তু জিডিপি নিয়েই চর্চার মধ্যে সিএমআইএ প্রকাশিত রিপোর্টে কর্মসংস্থানের যে চিত্র নিয়ে প্রকাশিত এই আশার আলো দেখিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মে মাসে বেকারত্বের হার ২৩.৫ শতাংশ। এপ্রিলেও এই হার একই ছিল। অর্থাৎ বেকারত্বের হার না নামলেও তা আর বাড়েনি। তারই মধ্যে আশা জাগিয়েছে শ্রমিক-কর্মচারীরা কর্মক্ষেত্রে ফিরে আসার ছবি।

লকডাউনে যারা কাজ হারিয়েছিলেন তাদের অনেকেই কাজে যোগ দিয়েছেন। ২ শতাংশ কর্ম নিযুক্তির হার বেড়েছে। সবমিলিয়ে চাকরি ক্ষেত্রে ছবিটা আশাব্যঞ্জক বলেই মনে করছে সমীক্ষা কারী বিশেষজ্ঞরা। সংস্থার তরফে জানানো হয়েছে এপ্রিলে যারা সক্রিয় কর্মসংস্থানের ক্ষেত্র থেকে ঘরে বসে পড়েছিলেন। মে মাসে তাদের অনেকেই আবার কাজে ফিরেছেন অথবা কাজ খুঁজতে শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *