আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুন: আজ মঙ্গলবার মেদিনীপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা গান্ধীঘাট অঞ্চলে মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় দুঃস্থদের স্যানিটাইজার, সবজি ও মাক্স বিতরণ করা হয়েছে।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল সাহা, দক্ষিণপন্থী কর্মচারী ফেডারেশনের অন্যতম নেতা জয়দীপ ঘোষ, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য প্রসূনজিৎ মল্লিক, রঞ্জিত দাস, সোমনাথ দত্ত, তুলি গিরি।