অবাক ঘটনা! হাত দিয়ে টানতেই উঠে আসছে আস্ত রাস্তা, চোখ কপালে উঠেছে স্থানীয়দের

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১ ফেব্রুয়ারি: অবাক করা ঘটনা! হাত দিয়ে টানতেই উঠে আসছে আস্ত রাস্তা। যা দেখে কার্যত চোখ কপালে উঠবার জোগাড় হয়েছে স্থানীয়দের। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা বালুরঘাটের ডাঙা বিজয়শ্রী এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তৈরির কাজ। আর যে কারনে সামান্য গাড়ির ব্রেক কষলে ও হাত দিয়ে টানতেই উঠে আসছে পিচের চাদর। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বালুরঘাট শহর লাগোয়া ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজয়শ্রী এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় সাত কিলোমিটার রাস্তা নির্মানের কাজ চলছে। যার মধ্যে প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। অভিযোগ সেই শেষ হওয়া রাস্তা হাত দিয়ে টানতেই উঠে আসছে আস্ত রাস্তা। এদিন সকালে এমন বিষয় চাক্ষুষ করতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঠিক কাজের দাবি জানিয়ে কাজ বন্ধও করে দিয়েছেন তারা। যে ঘটনাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বাসিন্দাদের দাবি রাস্তা তৈরির সুনির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করতে হবে।

এলাকার বাসিন্দা গৌড় অধিকারী ও সুদেব সরকাররা বলেন, রাস্তা কেন হাত দিয়ে টানলে উঠে আসবে? অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ার কারনেই এমনটা ঘটছে। তারা চান সঠিক রাস্তা।

নিম্নমানের কাজ কোনওভাবেই বরদাস্ত করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা। তিনি বলেন, প্রধানমন্ত্রী সড়ক যোজনা বর্তমানে জেলা পরিষদের অন্তর্গত না থাকলেও কোনওভাবেই নিম্নমানের কাজ বরদাস্ত করা যাবে না। এলাকায় গিয়ে ওই কাজ খতিয়ে দেখবেন তিনি, এমনটাও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *