নয়া কৃষি আইন কার্যকর করা স্থগিত রাখুক কেন্দ্রীয় সরকার, না হলে আমরা নির্দেশ দেব, মন্তব্য সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ১১ জানুয়ারি:সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানিয়েছে কৃষি আইন লাগু করা নিয়ে কেন্দ্রীয় সরকার ও কৃষক সংগঠনগুলির মধ্যে বিবাদ চলছে তার সৌহার্দ্যপূর্ণ সমাধান চায় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায় কৃষি আইন যেনো এখন স্থগিত রাখা হয়। কৃষকদের সঙ্গে সমঝোতা করার জন্য সরকার জন্য সময় নেয়।

সোমবারের শুনানিতে কৃষি বিল নিয়ে একটু কড়া ভাবে শীর্ষ আদালত কেন্দ্রকে জানিয়েছে, যদি সামান্যতম সংবেদনশীলতা থাকে তবে এখনই কৃষি আইন জারি করা থেকে বিরত থাকুক সরকার। তা নিয়ে যেন জেদাজেদি না করে সরকার। তবে কশীর্ষ আদালত কিন্তু কেন্দ্রকে কৃষি আইন প্রত্যাহার করে নিতে বলেনি।

অন্যদিকে কৃষক সংগঠনগুলিকেও সুপ্রিমকোর্ট জানিয়েছে, আইন স্থগিতের পরেও তাদের আন্দোলন করার অধিকার। তবে আন্দোলনের জন্য যে স্থানটি তারা বেছে নিয়েছেন তা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। বিপর্যস্ত হচ্ছে তিনটি রাজ্যের জনজীবন। ফলে বিক্ষোভ দেখানোর জন্য তারা যেন অন্য জায়গা খুঁজে নেয়।

সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা একটি কমিটি গঠন করে দেবে। যেখানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের সদস্যরাও থাকবেন। যতদিন না এই কমিটি তৈরি হয় এবং সেখানে বিষয়টি নিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে কোনো সমাধান সূত্র বেড়িয়ে আসে ততদিন কেন্দ্র যেন কৃষি আইন চালু করা থেকে বিরত থাকে।

অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল সুপ্রিমকোর্টকে বলেন, আদালত যদি দেখে কোন আইন ন্যূনতম অধিকার বা সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে একমাত্র তখনই তার ওপর স্থগিতাদেশ জারি করা সম্ভব তা না হলে নয়। প্রধান বিচারপতি বলেছেন কেন্দ্র এই পরিস্থিতির সমাধান বার করতে অক্ষম হয়েছে। মানুষ আত্মহত্যা করছেন। বয়স্ক মানুষ মহিলারা রাস্তার ওপর ধর্নায় বসে রয়েছেন। কৃষি আইন খতিয়ে দেখতে কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তারা যার যা বলার তা কমিটির সামনে এসে বলতে হবে। যেভাবে কেন্দ্র সরকার বিক্ষোভরত কৃষকদের সঙ্গে নতুন আইন নিয়ে বোঝাপড়ায় আসার চেষ্টা করছে তাতে আমরা হতাশ। এই আইন আপাতত স্থগিত রাখুন না হলে আমরা সেটা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *