আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি:
আজ সোমবার শালবনীতে পশ্চিম মেদিনীপুর জেলা সপ্তম জঙ্গলমহল উৎসবের সূচনা হয়েছে। দু’দিন ধরে চলবে এই উৎসব। উৎসবকে কেন্দ্র করে শালবনীর নেতাজি স্টেডিয়ামে বসেছে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের বিভিন্ন স্টল। পাশাপাশি হচ্ছে টুসু, ভাদু, করম, ছৌ -এর মতো নানান প্রতিযোগিতা। এছাড়াও কৃষি বিভাগের কৃষকবন্ধু প্রকল্প, স্বাস্থ্য সাথী, স্ব-সহায়ক দলের বিভিন্ন স্টল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহসভাধিপতি অজিত মাইতি, কর্মাধক্ষ্য নেপাল সিং, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারী ও শালবনীর সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় মালাকার, যুগ্ম ব্লক আধিকারিক দেবব্রত কোনার সহ বিভিন্ন আধিকারিকবৃন্দ।