আমাদের ভারত, ৫ মে: শনিবার থেকে সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা চলছে। এই ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক সরব ভিডিও নিয়ে। ভিডিও প্রকাশ্যে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একরকম শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। আর এটাকেই চুড়ান্ত কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাঁর দাবি, “রতনে রতন চেনে।”
তৃণমূলের তরফে ভাইরাল ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা চলছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এই একটা ভিডিও কোনো ম্যাটার করে না। ৬০০-৭০০ মহিলা, পুরুষ মিলে এফিডেভিট করেছে। তাতে ভিডিও থেকে একজন কি বলল সেটাতে আর কি বিষয়? শেখ শাহজাহান বিদেশ থেকে অস্ত্র নিয়ে এসে মাটিতে পুঁতে রেখেছে। জমি জেহাদ করেছে, জমি দখল করে রেখেছে। আদিবাসী এসটি মহিলাদের ওপর অত্যাচার করেছে। তাই খুব স্বাভাবিক তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে।” এরপরই তিনি কটাক্ষ করে বলেন, বাংলায় একটা কথা শোনেননি, রতনে রতন চেনে, এরপরে লাইন দুটো আর বললাম না।”
প্রসঙ্গত সন্দেশখালি নিয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যায় বিজেপির অঞ্চল সভাপতি এবং স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলছে শুভেন্দু অধিকারীর পরামর্শে তারা মিথ্যে ধর্ষণের অভিযোগ করেন এবং পরিবর্তে টাকা, মোবাইল ফোন তারা পেয়েছেন। সন্দেশখালিতে সিবিআই বিপুল অস্ত্র উদ্ধার করেছে। সেটাও বিজেপির নির্দেশে হয়েছে বলে ভিডিতে বলা হচ্ছে। “আমাদের ভারত” এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনীতিতে। এই গোটা ভিডিওটাই সাজানো বলে দাবি করেছেন বিজেপি নেতা। এর বিরুদ্ধে পদক্ষেপের করতে সিবিআই’য়ের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।